অপরাধ

কেরানীগঞ্জে জাল টাকা সহ চক্রের এক সদস্য আটক

  প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২৫ , ১:৪৬:০৭ প্রিন্ট সংস্করণ

Img 20250925 112543

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জের মনু ব্যাপারির ঢাল এলাকা থেকে ৭৭ হাজার জাল টাকা সহ নজরুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশ।
বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জের কদমতলী এলাকায় ঢাকা জেলা দক্ষিণ ডিবির কার্যালয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম সাংবাদিক সম্মেলনে জানান,ঈদ এবং পূজা সহ বিভিন্ন উৎসবে জাল টাকা চক্রের সদস্যরা সক্রিয় হয়ে ওঠে।গোপন সংবাদের ভিত্তিতে এমন একটি জাল টাকা লেনদেনের সন্ধান পেয়ে অভিযান চলাকালে চক্রের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় একজনকে জাল টাকা সহ হাতেনাতে আটক করা হয়। আটককৃত নজরুল ইসলাম একজন পেশাদার জাল টাকা চক্রের সদস্য তার বিরুদ্ধে রাজধানী সহ দেশের বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে।

এন/টি #

আরও খবর

Sponsered content