অপরাধ

কেরানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্রসহ আটক-২

  প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৫ , ৬:৩০:৫০ প্রিন্ট সংস্করণ

Screenshot 20250910 182051 facebook

নিউজ ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে মডেল থানা পুলিশ। আটককৃত দুই যুবক হলো পলাশ গাজী (৩০) এবং সাব্বির (২২)।এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে শাক্তা ইউনিয়নের হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ অভিযান পরিচালিত হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।আটককৃতদের বিরুদ্ধে কেরাণীগঞ্জ মডেল থানায় অস্ত্র আইন ১৮৭৮ এর ১৯(এ) ধারায় মামলা (নং-১৯, তারিখ-১০/০৯/২০২৫) দায়ের করে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এন/টি #

 

 

 

 

 

আরও খবর

Sponsered content