কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বুড়িগঙ্গা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক হিন্দু নারীর (২০) মরদেহ উদ্ধার করেছে বরিশুর নৌ পুলিশ। এ সময় নারীর পরনে ছিল হালকা হলুদ রঙের সেলোয়ার কামিজ। তবে সুরুতহালের সময় কোন চিহ্ন বুঝা যায়নি।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন মান্দাইল ঘাট এলাকায় মসজিদের পাশ থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
বরিশুর নৌ পুলিশের এস আই মুক্তার হোসেন জানান, মরদহটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি বেশ কয়েকদিন পানিতে থেকে ফুলে-ফেপে যাওয়ায় আঘাতের কোন চিহ্ন বুঝা যায়নি।এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এন/টি #
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।