প্রতিনিধি ৯ আগস্ট ২০২৫ , ১:২৩:৪৭ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক: কেরানীগঞ্জে কোরআনের হাফেজ ফাহমিদুল ইসলাম (১৫) এক মাস ধরে নিখোঁজ রয়েছেন। ফাহমিদুলের অপেক্ষায় দু:চিন্তায় দিন কাটছে পরিবারের। ছেলের জন্য অজানা আতঙ্কে অস্থির সময় অতিবাহিত করছেন বাবা আজিজুল হক বাবলা। এঘটনায় তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি করেছেন। কিন্তু তাহমিদুলের সন্ধান মেলেনি।

দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌধুরীপাড়া এলাকায় তাহমিদুলদের বাড়ি। সে আড়াকুল জামিয়া হাকিমুল উম্মত মাদ্রাসার ছাত্র।
বাবা আজিজুল হক বলেন, ১২ জুলাই সন্ধ্যায় তাহমিদ মাদ্রাসা থেকে বাসায় আসে। ওই সময় ঘরের ড্রয়ারে থাকা ১ লাখ টাকা নিয়ে বেরিয়ে যায়। এরপর রাত ১ টার দিকে বাসায় ফিরলে আমরা টাকার কথা জিজ্ঞেস করি। ও কোন উত্তর না দিয়ে চুপ থাকে। আমরা ঘুমিয়ে গেলে ভোরবেলা ও আবার বাসা থেকে বেরিয়ে যায়। এরপর থেকে আমরা ওর কোন সন্ধান পাচ্ছি না। ১ লাখ টাকা ও কি করেছে? সেটাও জানি না। আল্লাহ জানে ছেলে আমার কোথায় আছে? কেমন আছে। ছেলেকে খুজে পেতে আমি সবার সহযোগিতা চাই।
#

















