অপরাধ

কেরানীগঞ্জে হাতের রগকাটা অবস্থায় যুবদল নেতার মরদেহ উদ্ধার

  প্রতিনিধি ৪ আগস্ট ২০২৫ , ৫:৩২:৫৭ প্রিন্ট সংস্করণ

Img 20250804 wa0005

কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ডানহাতের রগ কাটা অবস্থায় সাইদুল ইসলাম(২৫) নামে এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। নিহত সাইদুল কেরানীগঞ্জ মডেল থানাধীন রুহিতপুর ইউনিয়নের ধর্মসূর এলাকার আনোয়ার হোসেনের ছেলে। পেশায় রাজমিস্ত্রি সাইদুল রুহিতপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক ছিল।

সোমবার (৪ আগস্ট ) সকাল নয়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া বাস স্ট্যান্ডের পার্শ্ববর্তী আলফা গলির ভেতর থেকে সাইদুলের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের মামা মোঃ ইব্রাহিম জানান, আমার ভাগিনা রাজমিস্ত্রি কাজ করত। বর্তমানে কাজ না থাকায় সে দুইদিন যাবত ভাড়ায় অটোরিকশা চালানো শুরু করে। রবিবার সকালে অটোরিক্সা নিয়ে বাসা থেকে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি। আমরা রাতে গিয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছি। আজ সকালে তার লাশ পাওয়া গেছে।

সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস আই মহররম আলী জানান, হাতের রগ কাটা ছাড়া শরীরে আর কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে খুব সম্ভবত মৃত্যু হয়েছে। তবে সুরতহাল রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ আকতার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে তবে তার অটোরিকশাটি এখনো খুঁজে পাওয়া যায়নি। অটোরিকশা ছিনতাই করতে নাকি রাজনৈতিক কারণে হত্যাকাণ্ড হয়েছে বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত কাজ শুরু করেছে,তবে পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি।

এন/টি #

 

আরও খবর

Sponsered content