অপরাধ

কেরানীগঞ্জে ভুয়া ডাক্তার আটক: ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাগারে

  প্রতিনিধি ২৪ জুলাই ২০২৫ , ৯:২৪:৫৩ প্রিন্ট সংস্করণ

Img 20250724 wa0009

কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি: ঢাকার দক্ষিন কেরানীগঞ্জে কালিগঞ্জ বাজার এলাকায় মোল্লা মেডিকেল হল নামের একটি ওষুধের দোকানের ভেতর থেকে রোগী দেখার সময় ডাক্তার আবু ফরহাদ মাহবুব (৪০) নামে এক ভুয়া চিকিৎসককে হাতেনাতে আটকের পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় ফার্মেসীর ভিতর থেকে তার নামে ব্যবহৃত দুই শতাধিক প্রেসক্রিপশন ফাইল ও কয়েক শতাধিক লিফলেট জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করে। পরে নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ৪৪ ধারা লঙ্ঘনের অপরাধে তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের অতিরিক্ত কারাদণ্ডের শাস্তি প্রদান করেন।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করা কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিণাত ফৌজিয়া জানান, কেরানীগঞ্জ একটি অত্যন্ত জনবহুল এলাকা। তাই এখানে অনেকেই বিভিন্ন ফার্মেসিতে ভুয়া ডাক্তার সেজে রোগীদের প্রতারণার মাধ্যমে অবৈধ কার্যক্রম পরিচালনা করছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একজন ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে। তিনি বিএমডিসি সনদ নকল করে এই ফার্মেসিতে কয়েক মাস যাবত ডাক্তারি কার্যক্রম পরিচালনা করছে। আমরা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে সাজা প্রদান করেছি এবং ফার্মেসির মালিক কে পরবর্তীতে ডাক্তার বসানোর ক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে আলাপ করে ডাক্তার নিয়োগের পরামর্শ প্রদান করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এন/টি #

আরও খবর

Sponsered content