কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে ৫০ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ। এ সময় ফুটবল,সাঁতার ও দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে মেডেল ও ক্রেস্ট বিতরণ করেন।
[caption id="attachment_207" align="aligncenter" width="300"] পুরস্কার তুলে দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা[/caption]
এর আগে সকালে প্রধান অতিথি মডেল থানার নয়াবাজার উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপরের আওতায় চারতলা ভীত বিশিষ্ঠ নবনির্মিত ১তলা একাডেমিক ভবনের উদ্বোধন ও উচ্চশিক্ষায় সহায়ক কম্পিউটার ল্যাব পরিদর্শন করেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন।
[caption id="attachment_209" align="aligncenter" width="300"] শিক্ষার্থীদের মাঝে দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন শাহিন আহমেদ[/caption]
এছাড়া বিকালে মডেল থানার কলাতিয়া এলাকায় একটি বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে দেশের উন্নয়ন চিএ তুলে ধরে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে ঢাকা—২ আসনের মনোনয়ন প্রত্যাশা করে সকলের দোয়া কামনা করেন।
[caption id="attachment_210" align="aligncenter" width="300"] কলাতিয়া এলাকায় মতবিনিময় সভায় প্রধান অতিথি শাহীন আহমেদ[/caption]
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।