অপরাধ

কেরানীগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন,নাশকতা নাকি অন্তকোন্দল?

  প্রতিনিধি ২০ জুলাই ২০২৫ , ১:১৮:২২ প্রিন্ট সংস্করণ

Img 20250720 wa0001

কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো ব ১৫-০৬৬২) আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এটি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ডাকা হরতালের সমর্থনে নাকি বাস মালিকদের অন্তকোন্দলে এ ধরনের ঘটনা ঘটেছে এ বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েছে।

রবিবার (২০ জুলাই ) ভোররাত চারটার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন ঘাটারচর এলাকায় রাস্তার পাশে পার্কিং করে রাখা তরঙ্গ পরিবহনের একটি বাসে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।আগুন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুল হক ডাবলু জানান, যাত্রীবাহী বাসটি দুইদিন যাবত রাস্তার পাশে পার্কিং ব্যবস্থায় ছিল। ভোররাতে কে বা কারা গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। কয়েকদিন আগে তরঙ্গ পরিবহনের লাইনের মালিকানা পরিবর্তন করে স্থানীয় এক বিএনপি নেতা লাইন চালনা শুরু করে।এ নিয়ে পূর্বের মালিকপক্ষ ও বর্তমান মালিকপক্ষের মধ্যে ঝামেলা চলছিল। হয়তো অন্তকোন্দল থেকে এ ঘটনা ঘটতে পারে। আবার নাশকতার বিষয়টিও উড়িয়ে দেয়া যাবে না,এ বিষয়ে তদন্ত চলছে।

এন/টি#

 

আরও খবর

Sponsered content