অপরাধ

শ্যালক কে হত্যা করে দুলাভাই উধাও, মরদেহ মিলল রাস্তার পাশে

  প্রতিনিধি ১৯ জুলাই ২০২৫ , ৩:৪৬:৪২ প্রিন্ট সংস্করণ

Screenshot 20250719 154352 kinemaster

কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি : ঢাকার দক্ষিন কেরানীগঞ্জে আব্দুল্লাহপুর ভাওয়ার ভিটি এলাকায় ঢাকা-মাওয়া হাইওয়ের পাশে ঝোপের ভেতর থেকে শামীম (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। পরিবারের দাবি, বোনকে মারধর করার প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে বোনজামাই পরিকল্পিতভাবে শামীমকে হত্যা করেছে।

শনিবার (১৯ জুলাই ) সকাল দশটার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত শামীম দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মিরেরবাগ এলাকার জজ মিয়ার ছেলে।

দক্ষিন কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, শামীমকে তার দুলাভাই গতকাল বাসা থেকে ডেকে সিএনজিতে করে নিয়ে যায়। এরপর থেকে তার কোন খোঁজ ছিল না। আজ সকালে রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। এছাড়াও কানের কাছে কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘাতক দুলাভাইকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এন/টি #

 

 

আরও খবর

Sponsered content