প্রতিনিধি ৪ জুলাই ২০২৫ , ৫:৪৯:১৩ প্রিন্ট সংস্করণ
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ভূমিদস্যু আওয়ামী লীগ নেতা কামালের বিরুদ্ধে জমি বিক্রয় করে প্রতারণা ও টাকা ফেরত চাওয়ায় উল্টো মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার।

শুক্রবার (৪ জুলাই ) বিকেলে উপজেলার জিনজিরা রসুলপুর এলাকায় ভুক্তভোগী লিটন হাজির পক্ষে তার মেয়ে শাহানুর আক্তার মিম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
বক্তব্যে উল্লেখ করা হয়,হাজী লিটন রাজধানীর নবাবপুর এলাকার একজন স্বনামধন্য ব্যবসায়ী। তিনি পাঁচ বছর আগে পূর্ব পরিচিত কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কামালের কাছ থেকে ৪৫ লক্ষ টাকা দিয়ে একটি জমি ক্রয় করে। পরবর্তীতে জমির কাগজপত্র ঝামেলা থাকায় জমি কিনতে অস্বীকৃতি জানিয়ে টাকা ফেরত চাইলে স্থানীয় চেয়ারম্যান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ সালিশ করে ২৬ লক্ষ টাকা ফেরত দেয়ার রায় দেয়। এর কিছুদিন পর কামাল লিটন হাজিকে সাত লক্ষ টাকা দিয়ে বাকি টাকা দিতে তালবাহানা করছে। টাকার জন্য চাপ দিলে কামাল লোকজন নিয়ে লিটন হাজির মেয়ে মিমকে অপহরণের চেষ্টা করে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
লিখিত বক্তব্য মিম আরো জানান,কামাল একজন ভূমি প্রতারক। এর আগেও বেশ কয়েকজনের কাছে জমি বিক্রি করে জমির দখল বুঝিয়ে না দিয়ে উল্টো তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করেছে।
সংবাদ সম্মেলন শেষে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী প্রতারক কামালের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে।
এ সময় হাজী মোহাম্মদ লিটন, পলি আক্তার মোহাম্মদ জহির উদ্দিন সহ বেশ কয়েকজন ভুক্তভোগী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
এন/টি #

















