প্রতিনিধি ২৫ জুন ২০২৫ , ৭:২২:০৩ প্রিন্ট সংস্করণ
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বুড়িগঙ্গা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক নারীর (৬৫) লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। এ সময় নারীর দেহ বিবস্ত্র অবস্থায় ছিল।

বুধবার (২৫ জুন) দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনালের পার্শ্ববর্তী ওয়াইজঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ সোহাগ রানা বিষয়টি নিশ্চিত জানান, লাশটি পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় সনাক্তের জন্য পিবিআই এর মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে, রিপোর্ট হাতে পেলে পরিচয় নিশ্চিত হওয়া যেতে পারে। এছাড়া ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
এন/টি #

















