নিউজ ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জে বিপুল পরিমান গাঁজাসহ পারভীন আক্তার(২৮) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা (দক্ষিণ) ডিবি পুলিশ। গ্রেফতার পারভীন শরীয়তপুরের নড়িয়া জেলার চৌকিদারকান্দি গ্রামের এনামুল হোসেনের মেয়ে। সে বর্তমানে স্বামী আনোয়ার হোসেনের সাথে ডাকপাড়া এলাকায় ভাড়ায় বসবাস করত।
বুধবার (১৮ জুন) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা ডাকপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা জেলা দক্ষিণ ডিবির অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই টিটুল হোসাইনের নেতৃত্বে ডিবির একটি দল দশ কেজি গাঁজা সহ তাকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নারী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে নিয়মিত মামলা (কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং ৩০) করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এন/টি #
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।