অপরাধ

বুড়িগঙ্গায় ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

  প্রতিনিধি ১৬ জুন ২০২৫ , ৬:৪৮:০১ প্রিন্ট সংস্করণ

Download (12)

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বুড়িগঙ্গায় ভাসমান অবস্থায় অজ্ঞাত (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি। এ সময় মৃতের পরনে ছিল খয়েরি ফুলহাতা শার্ট ও খাকি কালারের ফুল প্যান্ট। লাশটি কয়েক দিন পানিতে থেকে ফুলে-ফেঁপে যাওয়ায় সূরতহালের সময় আঘাতের কোন চিহ্ন বুঝা যায়নি।

সোমবার (১৬ জুন) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ কামুচান শাহ্ মাজারের দক্ষিণ পাশে বুড়িগঙ্গা নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির এসআই জারফান আলী জানান, লাশটি নদীর পাড়ে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছি। লাশটি বেশ কয়েকদিন আগের হওয়ায় ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা সম্ভব হয়নি। লাশের পরিচয় নিশ্চিতের জন্য আশেপাশের থানায় অবহিত করা হয়েছে।

এন/টি #

আরও খবর

Sponsered content