প্রতিনিধি ১৫ জুন ২০২৫ , ৫:১৭:২৮ প্রিন্ট সংস্করণ
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাইদুর রহমান সুজন (৪৫) নামের বিস্ফোরক মামলায় রিমান্ড প্রাপ্ত এক আওয়ামী লীগ নেতা কারাগারের সেলের ভিতর আত্মহত্যা করেছে। সুজন সাভারের বিরুলিয়া এলাকার মৃত আতাউল্লাহ মিয়ার ছেলে। সে সাভার থানা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য ও বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।

রবিবার (১৫ জুন) দুপুর ১২টায় কারাগারে সূর্যমুখী সেলের ভেতর গ্রিলের সাথে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, হাজতি সুজন গত বছরের সেপ্টেম্বর মাসের সাভার থানার একটি মামলায় কারাগারে বন্দি ছিল। তার বিরুদ্ধে হত্যা চুরি জমি দখলসহ অন্তত ১৫ টি মামলা রয়েছে। কারাগারে থাকাকালিন তিনি কিছুটা মানসিক বিকারগ্রস্ত হয়ে গিয়েছিল। আজ দুপুরে সে নিজের গামছা গ্রিলের সাথে বেঁধে আত্মহত্যা চেষ্টা করে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এন/টি #

















