কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: সুমনের স্ত্রীর সাথে পরকীয়ার সম্পর্ক ছিল অটো রিক্সাচালক জাকিরের। এ বিষয়ে সুমন জাকিরকে বেশ কয়েকবার নিষেধ করার পরেও সম্পর্ক চালিয়ে যায় জাকির। সর্বশেষ উপায়ান্তর না পেয়ে জাকিরকে হত্যার পরিকল্পনা করে সুমন। পরিকল্পনা অনুযায়ী ফোনে জাকিরকে ডেকে এনে সহযোগী জসিমকে সাথে নিয়ে পায়ের রগ কেটে ও ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করে। পরে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা নিশ্চিত করে বলে স্বীকার করেছে সুমন।
কেরানীগঞ্জ মডেল থানাধীন শান্তা নুরন্ডি এলাকার কিংস্টার হাউজিংয়ের ভেতর থেকে অটো রিক্সাচালক জাকিরের লাশ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে সুমন শেখ (৩৫) ও জসিম হাওলাদার (৩০) কে গ্রেফতারের পর হত্যার রহস্য উদঘাটন করেছে কেরানীগঞ্জ মডেল থানা ও ঢাকা জেলা দক্ষিন ডিবি পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডের ব্যবহৃত ছুরি।
শুক্রবার(১৩ জুন ) বিকেলে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস্ তরিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, লাশ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডের এক নম্বর আসামি সুমন কে কেরানীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া এলাকায় ভাড়া বাসা থেকে ও তার স্বীকারোক্তি মোতাবেক সহযোগী জসিমকে বরিশালের বাকেরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তারা উভয়ে হত্যাকাণ্ডে জড়িয়ে থাকার কথা স্বীকার করেছে।
উল্লেখ্য: এর আগে গত বুধবার দুপুরে কিংস্টার হাউজিং এর ভেতর থেকে গলায় গামছা প্যাঁচানো পায়ের রগ কাটা ও ডান হাতের কব্জি বিচ্ছিন্ন অবস্থায় অটোরিকশা চালক জাকিরের লাশ উদ্ধার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
এন/টি #
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।