প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৪:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ণ
হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামীর ঢামেকে মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক হোসেন আলী মোড়ল (৬৫) নামে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। মৃত হোসেন আলী খুলনার ডুমুরিয়া থানাধীন কালিকাপুর গ্রামের মৃত নোয়াব আলী মোড়লের ছেলে। সে ২০০৩ সালের ডুমুরিয়া থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি।
সোমবার (৯ জুন) সন্ধ্যায় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কারা এম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সন্ধ্যা সাড়ে সাতটায় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুর প্রমাণপত্রে হাসপাতালে আনার আগেই পথিমধ্যে মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার জানান, মৃত হোসেন আলী খুলনা কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে বন্দী ছিল। ফুসফুসে সংক্রামন জনিত রোগের উন্নত চিকিৎসার জন্য তাকে গত বুধবার (৪ জুন ) ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আজ কারাগারে অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। লাশ কারাবিধি অনুযায়ী ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এন/টি #
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।
All Copyright Reserved © newstoday24live.com - 2023