নিউজ ডেস্ক: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বাংলাদেশ আনসার ও ভিডিপি মহাপরিচালকের পক্ষ থেকে কক্সবাজার জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) সকালে কক্সবাজার জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ৩০২ জন ভাতাভোগী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য, কোম্পানী কমান্ডার ও প্লাটুন কমান্ডারদের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কমান্ড্যান্ট, আমিনুল ইসলাম, পিপিএম, পিভিএম। এ সময় আরও উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলার ৮ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, কর্মচারী এবং সদস্যাগণ।

কক্সবাজার জেলার জেলা কমান্ড্যান্ট, আমিনুল ইসলাম বলেন, ঈদ যেন প্রত্যেক সদস্য সুন্দরভাবে পালন করতে পারে তাই ভাতাভোগী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে সম্মানিত মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, এই উপহার বিতরণ কার্যক্রম প্রমাণ করে যে বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী সর্বদা তাদের সদস্যদের পাশে আছে—সব সময়, সব প্রেক্ষাপটে।
উল্লেখ্য, এর পূর্বেও বিগত পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে একই ধরনের উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল, যা বাহিনীর প্রান্তিক পর্যায়ের ভাতাভোগী সদস্যাদের প্রতি কর্তৃপক্ষের আন্তরিকতা ও সহানুভূতির নিদর্শন।
এন/টি #
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।