কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ৯ তলা আবাসিক ভবনের ছাদ থেকে ইট ছুড়ে ইয়াসিন (১২) নামের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে মারুফ (১৩) নামের আরেক শিশুর বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন আগানগর ইস্পাহানী আবাসিক এলাকার ৪ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন আগানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র ছিল।
ঘটনার প্রত্যক্ষদর্শী আরিফ নামে এক শিশু জানায়, ইয়াসিন আমার বন্ধু। ইয়াসিন সহ কয়েকজন মিলে দাঁড়িয়ে ছিলাম। এসময় ইয়াসিনরা যে বাড়িতে ভাড়া থাকে সেই বাড়ির ৯ তলা ছাদ থেকে ৩ নম্বর গলির মারুফ ১০ ইঞ্চি একটি ইট নিচে থাকা ইয়াসিনকে লক্ষ্য করে ছুড়ে মারে। ইটটি ইয়াসিনের মাথায় আঘাত করলে ইয়াসিন মাটিয়ে লুটিয়ে পড়ে। পরে ছাদ থেকে মারুফ পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা রবিন হোসেন বলেন, চিৎকার শুনে শিশুটিকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা ইন্সপেক্টর তদন্ত মো: আল আমিনকে এবিষয়ে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেনি। ডিউটি অফিসার এএসআই ইব্রাহিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশের সুরতাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় নিহত ইয়াসিনের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এন/টি #
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।