জাতীয়

কেরানীগঞ্জে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  প্রতিনিধি ৩ জুন ২০২৫ , ১১:৫৮:৪৩ প্রিন্ট সংস্করণ

Received 585014587973537

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। সোমবার সকালে কেরানীগঞ্জ উপজেলার কদমতলী গোলচত্বর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত রোববার সকালে সংবাদ সংগ্রহকালে কেরানীগঞ্জ প্রেসক্লাবের ৪ সদস্য রাকিব হোসেন (আমার দেশ), দেলোয়ার হোসেন (এনটিভি), মোঃ নাজিম উদ্দিন ইমন (আজকের পত্রিকা) ও লিটন খান (প্রতিদিনের সংবাদ) এর উপর হামলা করে জুলাই বিপ্লবে নিহত ছাত্র জিহাদ হত্যা মামলার এজাহারনামীয় আসামী সন্ত্রাসী মজিবর রহমান ও তার সহযোগী শেখ শামিম উদ্দিন, আঃ গনিসহ অজ্ঞাত ৪/৫ জন। সাংবাদিকদের উপর এ ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তীর দাবীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শফিক চৌধুরী, সাবেক সভাপতি রায়হান খান, সাবেক সাধারন সম্পাদক মোঃ মোস্তফা কামাল, সিনিয়র সাংবাদিক দেলোয়ার হোসেন, রাকিব হোসেন, সাবেক সাধারন সম্পাদক আবু জাফর, শহিদুল ইসলাম বিপ্লব, নাসির উদ্দিন লিটন, মোঃ নাজিম উদ্দিন ইমন, রাজু আহমেদ, লিটন খান, টিটু আহমেদসহ কেরানীগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময় বক্তারা বলেন, মজিবর রহমান একজন চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যু। তার নিজ এলাকায় সে মজিউল্লা নামে পরিচিত। সে জুলাই বিপ্লবে নিহত ছাত্র জিহাদ হত্যা মামলার এজাহারনামীয় আসামী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চাদাবাজী ও হত্যা সহ বেশ কয়েকটি মামলা ও অভিযোগ রয়েছে। তার এসব অপকর্ম তুলে ধরায় সে স্থানীয় সাংবাদিকদের উপর চড়াও হয়েছে। তার এসব অপকর্মের প্রধান সহযোগী ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর শেখ শামিম উদ্দিন, আঃ গনি। আমরা এ পরিকল্পিত হামলার ঘটনায় দোষীদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।

অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, আমরা এ ঘটনায় পৃথক দুটি অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে আমরা তদন্ত শুরু করেছি, আশা করি দ্রুতই অভিযোগ দুটি নিস্পত্তি হবে।

এন/টি #

আরও খবর

Sponsered content