জাতীয়

কেরানীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

  প্রতিনিধি ১ জুন ২০২৫ , ৮:৪৬:১১ প্রিন্ট সংস্করণ

Img 20250601 wa0005

নিউজ ডেস্ক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ জুন) বিকেলে উপজেলার মডেল টাউন রয়েল পাটি প্যালেসে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ সভাপতি রেজাউল কবীর পল। বক্তব্যে অতিথিরা, জিয়াউর রহমানের জন্য দোয়া চাওয়ার পাশাপাশি তার আদর্শ লালন করে পথ চলার আহ্বান জানান। একইসঙ্গে আগামীতে রাষ্ট্র বিনির্মাণে সবাইকে একত্রে কাজ করার ওপর তাগিদ দেন।

এসময় অন্যান্যে মধ্যে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের ক্রীড়া সম্পাদক আমানউল্লাহ বিপুল, কেরানীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি জিয়াউদ্দিন পিন্টু, ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাসুমসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে নেতৃবৃন্দরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মহান আত্মত্যাগ ও দেশপ্রেমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া তার লক্ষ্য ও আদর্শ রক্ষার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে পথচারী ও উপস্থিত সবার মাঝে খাবার পরিবেশন করা হয়।

এন/টি #

আরও খবর

Sponsered content