নিজস্ব প্রতিনিধি: পুলিশ দিয়ে গ্রেপ্তার করে ক্ষমতায় টিকে থাকা যাবে না। মুসোলিনি,আইয়ুব খান কেউ জোর করে ক্ষমতায় টিকে থাকতে পারেনি, শেখ হাসিনা ও পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
মঙ্গলবার বিকালে ঢাকা জেলা বিএনপি'র আয়োজনে কেরানীগঞ্জের জিনজিরা বাস রোড এলাকায় সরকারের পদত্যাগ ও পার্লামেন্ট বিলুপ্ত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির ১ দফা দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি নিয়ে কথা বলেন।
তিনি বলেন,আওয়ামী লীগ নেতারা বলে, বিএনপি ক্ষমতায় আসলে এক রাত্রে সব শেষ হয়ে যাবে,আপনাদের কিসের ভয় আপনারা কি করেছেন। অন্যায় করবেন,পাপ করবেন, ডিসি—এসপিদের লেলিয়ে দিয়ে রাতের আঁধারে ভোট করবেন আর আপনাদেরকে সবাই ছেড়ে দিবে এইটা ভাবা ঠিক না। আপনারা যেভাবে নির্বাচন দিয়ে ক্ষমতায় আসতে পারবেন,সেভাবেই আপনারা নির্বাচন চান? কিন্তু না দেশে একটা নিয়ম আছে সংবিধান আছে। আপনারা বারবার বলেছেন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, আমিও বলি সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। তবে এটা কোন সংবিধান । আপনারা জাস্টিস খাইরুল হকের মিথ্যা রায়ের মাধ্যমে সংবিধান সংশোধন করেছেন সেই সংবিধানে নয়। ’৯৬ সালে যে সংবিধানে নির্বাচন হয়েছে, সেই সংবিধানেই নির্বাচন হতে হবে। তখন তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নির্বাচন করেছিলেন এখন তত্ত্বাবধায়ক সরকার ভয় কেন?
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার বলে তত্ত্বাবধায়ক বলে কিছু নাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোন নির্বাচন হবে না। তারমানে তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। যে যাই বলুক না কেন, এই সরকারকে ক্ষমতায় থাকতেই হবে। ক্ষমতায় থাকতে বিরাট মজা, লুটপাট করা যায়, টাকার পাহাড় বানানো যায়, বেগম পাড়ায় বাড়ি করা যায়, আর ৫০ বিঘা জায়গার উপর লাল বিল্ডিং এর ভেতর থাকা যায়।শেখ হাসিনা বলে ক্ষমতা ছেড়ে দিলে আমি যাব কোথায়, আমাদের জানতে হবে তিনি আগে ছিলেন কোথায় ছিলেন? আগে যেখানে ছিলেন ক্ষমতা ছাড়ার পর সেখানেই যাবেন।’
মিজার্ আব্বাস আরও বলেন, যদি আমরা ৭৪এর দিকে দেখি একই অবস্থা ছিল। সিন্ডিকেটের মাধ্যমে এই দেশে দুর্ভিক্ষের সৃষ্টি করা হয়েছিল। বর্তমানেও ঠিক একই অবস্থা করা হচ্ছে। আজকে আওয়ামী লীগের মন্ত্রীরা সমর্থন দেয় সিন্ডিকেট না থাকলে দেশের রাজনীতি অর্থনীতি চলবে না। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দরকার। আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো যে কারণেই আজকে সমাবেশ,আমরা ঢাকা সহ সারাদেশে এমন অবস্থা তৈরি করব যাতে এই সরকার পদত্যাগ করতে বাধ্য হয়।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি আব্দুস সালাম বলেন, এই সরকারের (আওয়ামীলীগের) সামনে দুটি পথ খোলা আছে হয়তো রাতের আঁধারে ক্ষমতা ছেড়ে দিয়ে পালিয়ে যান অথবা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তার হাতে পায়ে ধরে মাফ চান।
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিপুন রায়ের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে কেরানীগঞ্জ, সাভার, ধামরাই, দোহার, নবাবগঞ্জ উপজেলার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।