আইন-আদালত

কেরানীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক  গ্রেফতার

  প্রতিনিধি ২৭ মে ২০২৫ , ১২:২১:১৫ প্রিন্ট সংস্করণ

Img 20250527 wa0000

নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কে গ্রেফতার করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

সোমবার (২৬ মে) রাত ৯টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর চৌধুরী পাড়া থেকে গ্রেফতার করা হয়েছে।

ছাত্রলীগের প্যাডে ঘোষিত কমিটির খসড়া

জানা গেছে, তরিকুল ইসলাম নিয়মিত নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের কর্মকাণ্ড গোপনে চালিয়ে যাচ্ছে এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপে যুক্ত রয়েছেন।

এবিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার বর্তমানে ওসির দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) আল-আমীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছাত্রলীগ নেতা তরিকুল ইসলামকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এন/টি #

আরও খবর

Sponsered content