অপরাধ

চাঁদা না দেয়ায় কেরানীগঞ্জে পিস্তল ঠেকিয়ে প্রবাসীকে মারধর

  প্রতিনিধি ২৫ মে ২০২৫ , ৭:১৪:২৩ প্রিন্ট সংস্করণ

Messenger creation 0dbce471 9850 4534 90d8 ac26dd784375

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: চাঁদার টাকা না পেয়ে এক প্রবাসীকে পিস্তল ঠেকিয়ে মারধর করেছে সন্ত্রাসীরা। শনিবার (২৪ মে) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন গদারবাগ সোনারবাংলা হাউজিংয়ে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শাহজালাল মৃধার ভাই মোসলেম মৃধা রোববার কেরানীগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

জানা যায়, শাহজালাল মৃধা ব্রুনাই প্রবাসী। ২০ মে তিনি ব্রুনাই থেকে দেশে ফেরেন। উনার পৈত্রিক বাড়ি মুন্সিগঞ্জের বালাশুর নতুন বাজার এলাকায়। কেরানীগঞ্জের গদারবাগে একটি বাড়ি নির্মাণ করছেন।

ভুক্তভোগী শাহজালাল মৃধা বলেন, এক বছর পূর্বে গদারবাগে বাড়ি নির্মাণ শুরুর সময় স্থানীয় সন্ত্রাসী মোস্তফা বেপারী ও মো: খবির আমার কাছ থেকে ৩০ লাখ টাকা চাঁদা নেয়।সে সময় ভয়ে কিছু করতে পারিনি। ২০ মে দেশে ফেরার পর তারা আবার ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। অপারগতা প্রকাশ করায় শনিবার বেলা ১২ টার দিকে তারা আরও ৫/৬ জন সঙ্গে নিয়ে আমার নির্মানাধীন বাড়ির সামনে পিস্তল ঠেকিয়ে আমাকে বেধরক মারধর করে রক্তাক্ত জখম করে। সঙ্গে থাকা ব্রুনাইয়ের ৫ হাজার ডলার ও স্বর্নের চেইন ছিনিয়ে নেয়। ১০ লাখ টাকা না দিলে এরপরে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল হক ডাবলু বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে একজন অফিসার পাঠানো হয়েছিলো। ওই সময় অভিযুক্তদের পাওয়া যায়নি। তবে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এন/টি #

আরও খবর

Sponsered content