কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:আসন্ন কেরানীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনকে সামনে রেখে প্রেসক্লাব পরিচালনা কমিটি বিলুপ্ত করে দৈনিক নয়া দিগন্তের মোস্তফা কামাল কে আহবায়ক ও ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার নাসির উদ্দিন লিটনকে সদস্যসচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
রবিবার দুপুরে কেরানীগঞ্জে কর্মরত অধিকাংশ সাংবাদিকদের উপস্থিতিতে আহবায়ক কমিটি ঘোষণা করেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শফিক চৌধুরী।
এতে দৈনিক আমার দেশ পত্রিকা ঢাকা জেলা প্রতিনিধি রাকিব হোসেন,এন টিভি প্রতিনিধি দেলোয়ার হোসেন ও দৈনিক প্রথম আলোর কেরানীগঞ্জ প্রতিনিধি ইকবাল হোসেন রতন কে যুগ্ন আহবায়ক করা হয়েছে।
তিন মাস মেয়াদে গঠিত আহবায়ক কমিটি সুষ্ঠ সুন্দরভাবে একটি নির্বাচনের আয়োজন করবেন।
এ সময় দৈনিক যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফরের সঞ্চালনায় দৈনিক কালের কন্ঠের আলতাব হোসেন মিন্টু, দৈনিক সংবাদ এর শহিদুল ইসলাম বিপ্লব, দৈনিক এশিয়া বাণীর ইউনিট প্রধান মিয়া আব্দুল হান্নান, দৈনিক আজকের পত্রিকার নাজিমুদ্দিন ইমন, দেশ রূপান্তর পত্রিকার রাজু আহমেদ, আমাদের সময় ও এটিএন নিউজের প্রতিনিধি আশিক নূর, বাংলা টিভির প্রতিনিধি এরশাদ হোসেন, এশিয়ান টিভির প্রতিনিধি নাসির উদ্দিন টিটু, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মাসুম পারভেজ, ইনকিলাব প্রতিনিধি সোহাগ খান, ইত্তেফাক প্রতিনিধি এনামুল হাসান শাওন, প্রতিদিনের সংবাদের লিটন খান, কালের কন্ঠের শেখ ফরিদ, দৈনিক ডেসটিনির সোলায়মান সুমন সহ কেরানীগঞ্জে কর্মরত বিভিন্ন পত্রপত্রিকার আরো অনেকে উপস্থিত ছিলেন।
এন/টি #
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।