প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৫:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৫, ২০২৫, ১:৪০ অপরাহ্ণ
কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক-৬, দেশীয় অস্ত্র উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ছয় ডাকাতকে আটক করেছে ঢাকা জেলা ডিবি (দক্ষিন) পুলিশ।
শনিবার(২৫ মে) দিবাগত রাত দেড়টার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল আবাসিক এলাকার ফ্লাইওভার ব্রীজের পাশ থেকে তাদের আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ৩টি সুইচ গিয়ার, ১টি ধারালো ছুরি, ১টি লোহার রড, ১টি পাটের তৈরী রশি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, সারওয়ার(২৪),শাহীন (২৮),তাইজুল ইসলাম তারেক (২১),সাব্বির (২৩),রনি (৩২),ফয়সাল (২৪) । এরা সবাই দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
ঢাকা জেলা (দক্ষিণ) ডিবির পরিদর্শক সাইদুল ইসলাম জানান, ঢাকা মাওয়া হাইওয়েতে ডাকাতি রোধে আমরা নিয়মিত টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এরই অংশ হিসেবে রাতে টহলরত অবস্থায় তাদের আটক করা হয়। এরা প্রত্যেকেই পেশাদার ছিনতাইকারী,এদের মধ্যে সারওয়ারের বিরুদ্ধে ১টি,তাইজুল ইসলাম তারেকের বিরুদ্ধে ২টি,রনির বিরুদ্ধে ২টি ও ফয়সালের বিরুদ্ধে ১টি ছিনতাই মামলা রয়েছে।
এন/টি #
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।
All Copyright Reserved © newstoday24live.com - 2023