অপরাধ

কেরানীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলি সহ এক যুবক আটক

  প্রতিনিধি ২২ মে ২০২৫ , ৮:২০:১১ প্রিন্ট সংস্করণ

Benapol women with pistol

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বিদেশি পিস্তল ও ০৫ রাউন্ড গুলি সহ নুর আলম (২৮) নামের এক যুবককে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।আটক নুর আলম দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাস্তা ইউনিয়নের কলমিভিটা এলাকার আতিকুল ইসলাম কালাইয়ের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে,আটক নুর আলম একজন উঠতি সন্ত্রাসী। সে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে এলাকায় ত্রাসের সৃষ্টি করে আধিপত্য বিস্তারের চেষ্টা করে। গত সোমবার রাতে বিল কাঠুরিয়া এলাকায় অস্ত্র প্রদর্শন করে এক দোকানির কাছ থেকে চাঁদা নেয়ার সময় স্থানীয় জনগণ তাকে ধাওয়া দিলে সে পালিয়ে যায়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত মোহাম্মদ আল আমিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, নুর আলম নামের এক যুবককে আটক করা হয়েছে,আটকের সময় কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তার অন্যান্য সহযোগীদের আটক করতে অভিযান অব্যাহত আছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

এন/টি #

 

আরও খবর

Sponsered content