নিউজ ডেস্ক: ঢাকা মাওয়া এক্সপ্রেসেওয়ের বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহতের ঘটনায় ঘাতক গোল্ডেন লাইন পরিবহন বাসের চালক ফয়সালকে (৪৫) গ্রেফতার করেছে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ।ফয়সাল ভোলার চরফ্যাশন থানার নীলকমল এলাকার ফারুক মিয়ার ছেলে ও
মঙ্গলবার (২০ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, দুর্ঘটনা বিষয়ে যে মামলা দায়ের করা হয়েছে তার আসামি হিসেবে ফয়সালকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য: চলতি মাসের (৮ মে) দুপুর ১ টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিমতলা এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে থেমে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় নারীসহ একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত হয়।এ ঘটনায় ঘাতক গোল্ডেন লাইন পরিবহনের সুপারভাইজার ও হেলপারকে আটক করা হলেও চালক পালিয়ে যায়।
এন/টি #
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।