অপরাধ

কেরানীগঞ্জে কাপড় কাটার কেচির আঘাতে কিশোর নিহত,আটক-১

  প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২৫ , ৫:৪০:৫৬ প্রিন্ট সংস্করণ

Images (66)

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় হাসান(১৫) নামের এক কিশোরকে কাপড় কাটার কেচি দিয়ে আঘাতে মৃত্যু হয়েছে। এ ঘটনায় রিফাত (১৫) নামের এক কিশোরকে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। নিহত হাসান শরীয়তপুরের কাজিরহাট থানাধীন লখাই কাজির কান্দা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। নিহত হাসান ও আটক রিফাত দুজনেই আগানগর ইস্পাহানী এলাকায় ফারিয়া প্লাজায় পোশাক শ্রমিক হিসেবে কর্মরত ছিল।
মঙ্গলবার রাত সাড়ে দশটায় ফারিয়া প্লাজার সোনিয়া গার্মেন্টসের ভেতর এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, হাসান ও রিফাত একই কারখানায় কাজ করে ও সেখানেই রাতে থাকার ব্যবস্থা রয়েছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় দুজনের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে একে অপরকে মা-বাবা তুলে গালি দেয়ায় রিফাত ক্ষিপ্ত হয়ে কাপড় কাটার কেচি দিয়ে হাসানকে আঘাত করে। এ সময় হাসানোর চিৎকারে আশেপাশের শ্রমিকরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অতিরিক্ত রক্ত ক্ষরণে পথিমধ্যেই তার মৃত্যু হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়ে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রিফাত নামে এক কিশোরকে আটক করা হয়েছে। নিহতের পিতা আনোয়ার হোসেন বাদী রিফাতকে আসামি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।

এন/টি #

 

আরও খবর

Sponsered content