নিউজ ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জে গার্মেন্টস ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা কানন শিকদারের নামে চাঁদাবাজির মামলার নিজেদের অবস্থান ব্যাখ্যা করে সংবাদ সম্মেলন করেছে কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতি লিঃ।
সোমবার বিকেলে আগানগর এলাকায় জেলা পরিষদ মার্কেটে সমিতির নিজস্ব কার্যালয়ে সভাপতি আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, একটি ব্যবসায়ীক লেনদেন নিয়ে দু পক্ষের মধ্যে ঘটনা ঘটেছে। এটা নিয়ে আমরা কয়েকবার সমিতিতে বিচারের আয়োজন করেছিলাম। তবে এরই মাঝে একটি হামলার ঘটনা ঘটে যাওয়ায় বিষয়টি ঘোলাটে হয়। পরবর্তীতে ডিআইজি অফিস পর্যন্ত অভিযোগ করা হয়েছে। পরে সেখান থেকেও একটি তদন্ত করা হয়। আমরা চেয়েছিলাম সমিতির মাধ্যমে বিষয়টি মীমাংসা করার জন্য কিন্তু শেষ পর্যন্ত পারিনি। এটি এখন মামলা মোকদ্দমা পর্যন্ত গড়িয়েছে।
এ সময় চাঁদাবাজির মামলায় অভিযুক্ত কানন শিকদার বলেন,মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি মূলক মামলা দিয়ে আমাকে হেও করা হচ্ছে। মূলত আমি পাওনা টাকা চাইতে গিয়ে চাঁদাবাজ হয়েছি। সমিতি এর আগে বিচার করতে চেয়েছে, তখন কোন মীমাংসা হয়নি। এখন সমিতি পুনরায় বিচার করুক, আমি যে রায় হয় তা মেনে নিব।
এ সময় কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক শওকত হোসেন সোনা মিয়া, সদস্য দুলাল বেপারী,রেজাউল ইসলামসহ বিভিন্ন মার্কেট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এন/টি #
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।