কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর করে প্রতিষ্ঠানের জমি দখলে নিতে জোরপূর্বক সাইনবোর্ড লাগানোর চেষ্টার অভিযোগ উঠেছে মিনহাজ মিনার নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত বিএনপি নেতা মিনহাজ মিনার কেরানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে নিজেকে পরিচয় দেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে হামলা, ভাঙচুর ও জমি দখল চেষ্টার অভিযোগে কেরানীগঞ্জ মডেল থানায় ভুক্তভোগী রাকিবুল ইসলাম একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে,গত ১৩ এপ্রিল বিকেল পাঁচটার দিকে মিনহাজ মিনার,মনির হোসেন ও আমির হোসেন নামের তিনজন দুই শতাধিক গুন্ডা বাহিনী নিয়ে মডেল থানাধীন আটি নয়াবাজার রাকিবুল ইসলামের পৈত্রিক সম্পত্তিতে থাকা ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে এবং জোরপূর্বক সাইনবোর্ড লাগিয়ে দেয়। এতে বাধা দিলে ভাড়াটিয়াদের মারধর করে এবং ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও মালামাল লুটপাট চালায়।ঘটনায় চারজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ভূক্তভোগী রাকিবুল ইসলাম জানান, গত ৪৫ বছর ধরে আমরা পৈত্রিক সম্পত্তিতে ব্যবসা প্রতিষ্ঠান খুলে ভোগ দখলে আছি। এরমধ্যে কথিত বিএনপি নেতা মিনহাজ মিনার ভুয়া কাগজপত্র বানিয়ে অবৈধভাবে জোরপূর্বক জমি দখলের পাঁয়তারা করছে। এ নিয়ে কেরানীগঞ্জ মডেল থানার ওসি দুপক্ষকে ডেকে জমির ব্যাপারে সালিশ মীমাংসা করেছে। এরপর মিনহাজ মিনার সালিশের রায় মেনে না নিয়ে রবিবার আমার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে জোরপূর্বক হামলা ও ভাঙচুর করে। এসময় স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করে পুলিশ আনলে মিনহাজ মিনার তার সন্ত্রাসীদের নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে অভিযুক্ত মিনহাজ মিনারের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।১৩ তারিখের উল্টো রাকিবুল তার লোকজন নিয়ে জায়গার উপর থাকা আমার সাইনবোর্ড লোকজন নিয়ে ভেঙে ফেলেছে।
তবে নাম প্রকাশ না করার শর্তে যুবদলের ঢাকা জেলা কমিটির এক সম্পাদক জানান, কেরানীগঞ্জ উপজেলা যুবদলের কোন কমিটি নেই। মিনহাজ মিনার যে পরিচয় ব্যবহার করছে সেটা সঠিক নয়। হে আগে যুবদল করত ২০১৪ সালে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে সে দলের ভাবমূর্তি নষ্ট করতে দলীয় পরিচয় ব্যবহার করছে।
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ওসি সোহরাব আল হাসান জানান, হামলা ও ভাঙচুর এর ঘটনার একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এন/টি #
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।