কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বুড়িগঙ্গা নদীতে নৌকা মাঝিরা জুয়া খেলার সময় ১০০ টাকা নিয়ে দ্বন্দ্বে মন্নান (৫৭) নামে এক মাঝিকে পিটিয়ে নদীতে ফেলে দেওয়ার পর তার লাশ উদ্ধার করেছে বরিশুর নৌ পুলিশ ফাঁড়ি। নিহত মান্নান বরিশালের উজিরপুর থানার পূর্ব কেশবকাঠি গ্রামের হাসেম মোল্লার ছেলে। সে বুড়িগঙ্গায় নৌকা চালানোর কাজ করতো।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল আটটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর কাঠুরিয়া নৌকা ঘাটের পার্শ্ববর্তী বুড়িগঙ্গা নদী থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে বরিশুর নৌ পুলিশ কে হস্তান্তর করে।
বরিশুর নৌ পুলিশ ফাঁড়ি র এসআই মুক্তার হোসেন জানান, কাঠুরিয়া ঘাট এলাকায় ডিঙ্গি নৌকায় বসে মন্নান শামীম সহ আরো ছয় সাত জন নৌকা মাঝি তাস খেলছিল। এ সময় টাকা পয়সা নিয়ে তাদের সাথে ঝগড়া হলে নৌকার বৈঠা দিয়ে শামীম মান্নানের মাথায় আঘাত করে নদীতে ফেলে দেয়। পরবর্তীতে তার আর কোন খবর পাওয়া যায়নি। সকাল ছয়টার দিকে ৯৯৯ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করে মন্নানের কোন সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদের খবর দিলে তারা এসে বুড়িগঙ্গা নদীর তলদেশ থেকে মন্নানের লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এন/টি #
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।