জেলার সংবাদ

কেরানীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল

  প্রতিনিধি ২৫ মার্চ ২০২৫ , ১০:২৩:৪৭ প্রিন্ট সংস্করণ

0Shares
Img 20250325 wa0029

নিউজ ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে জুলাই রক্তাক্ত বিপ্লবে সকল শহীদ ও আহতদের জন্য দোয়া এবং নতুন বাংলাদেশের মঙ্গল কামনায় ইফতার মাহফিলের আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেরানীগঞ্জ উপজেলা। মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে উপজেলার রয়েল পার্টি প্যালেস কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেরানীগঞ্জ উপজেলার আহ্বায়ক আল আমিন মিনহাজের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রাসেল আহমেদ, গনতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ সালেহীন অয়ন, জাতীয় নাগরিক কমিটির সংগঠক আসাদ বিন রনি ও জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারবর্গসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ।

ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে আলামিন মিনহাজ বলেন, যেমনভাবে আমরা হাতে-হাত রেখে কাঁধে-কাঁধ মিলিয়ে স্বৈরাচার পতন করেছি, তেমনি আমরা ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো৷ একইসাথে সকল রাজনৈতিক সংগঠককে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জারি রাখার আহ্বান জানাই। গত জুলাই-আগস্টের মতো আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে সবাইকে এই ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা জানান।

 

এন/টি #

0Shares

আরও খবর

Sponsered content