অপরাধ

কেরানীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা

  প্রতিনিধি ২২ মার্চ ২০২৫ , ৮:২৩:৫৫ প্রিন্ট সংস্করণ

0Shares
Images (66)

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ইটা বালুর ব্যবসার নিয়ন্ত্রণ নিতে জুবায়ের ইসলাম(৩৫) নামের এক ব্যবসায়ীকে দোকানে ঢুকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাবু নামে আরেক যুবক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

শনিবার (২২ মার্চ ) দুপুর দেড়টায় দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা উত্তর পাড়া মসজিদ পাড় এলাকার (মহিলা মাদ্রাসা) আবু বকর সিদ্দীক এন্টারপ্রাইজ সামনে এই ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে জানা যায়, বেশ কিছুদিন আগে গোলাম বাজার রোডে একটি মার্কেটের জায়গা নিয়ে মোল্লা ফারুক গ্রুপ ও কাসেম নামে স্থানীয় এক ব্যবসায়ের সাথে দ্বন্দ্ব হয়। সেখানে নিহত জুবায়ের কাশেমের পক্ষ নিয়ে কথা বলেছিল। বর্তমানে নিহত জুবায়ের বিএনপি নেতা সাকিলের ছত্রছায়ায় গোলাম বাজার ও শুভাঢ্যা উত্তরপাড়া এলাকায় নির্মাণ সামগ্রী সাপ্লাইয়ের ব্যবসা শুরু করে। অপরদিকে মোল্লা ফারুক আওয়ামী লীগের তাঁতি দলের আহ্বায়ক ছিল। আওয়ামী লীগ সরকারের আমলে দুর্দান্ত প্রতাপশালী মোল্লা ফারুকের নিয়ন্ত্রণে ছিল উত্তরপাড়া পূর্বপাড়া গোলামবাজার সহ আশপাশের সকল এলাকা। এই এলাকায় নির্মাণাধীন ভবনের মালামাল সাপ্লাইয়ের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল তার হাতে। নতুন কোন ব্যবসায়ী যেন নির্মাণ সামগ্রী সাপ্লাইয়ের ব্যবসা না করতে পারে সেজন্য জুবায়েরকে প্রায়ই হুমকি দেয়া হতো। আজ মোল্লা ফারুক দলবল নিয়ে জুবায়ের এর ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে জুবায়ের কে হত্যা করে। এ সময় আতঙ্ক সৃষ্টি করার জন্য বেশ কয়েকটি হাত বোমা ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি করা হয়।

নিহতের বড়ভাই স্বপন জানান, আমার চোখের সামনে ছোট ভাইকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয়েছে। আমি বারবার ভাইয়ের জীবন ভিক্ষা চেয়েছি।আমাকে অস্ত্রের মুখে আটকে রেখে মোল্লা ফারুক বলে, কথা বললে তোকে ও এখন জানে শেষ করে দিবে। আমার ভাইয়ের স্ত্রী ও সাত বছরের একটি প্রতিবন্ধী সন্তান রয়েছে। সন্তানটাকে এতিম করে ফেলল, আমি মোল্লা ফারুক ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মৃতদেহ সুরতহাল প্রতিবেদন শেষে মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এন/টি #

 

 

0Shares

আরও খবর

Sponsered content