প্রতিনিধি ২১ মার্চ ২০২৫ , ১২:৩৮:৪৯ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক: ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেনকে আটক করেছে নিউমার্কেট থানা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে চারটার দিকে নিউমার্কেট থানা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে। নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ মহসিন উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউ মার্কেট থানায় দায়ের করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিস্ফোরক ও হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে দুপুরে ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে নিয়ে যাওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত ০৫ আগস্ট ২০২৪ এর পর তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একাধিক হত্যা চেষ্টা ও বিস্ফোরক মামলা, কেরানীগঞ্জ মডেল থানায় ০১ টি হত্যা মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে সন্ত্রাসী বাহিনী লালন, চাঁদাবাজি, ভূমি দস্যুতা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তিনি সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও ঢাকা -৩ আসনের সাবেক সংসদ সদস্য নসরুল হামিদ বিপুর অত্যন্ত বিশ্বস্থ ও আস্থাভাজন ব্যক্তি ছিল।
এন/টি #