কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে আকাশ (২২) নামের ডাকাতি মামলার আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ।
এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া পুলিশ ফাঁড়ি এসআই ইউনুস মুন্সি সহ দুই কনস্টেবল আহত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সাতপাখি দারোগা গলি এলাকায় আরিফের বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
জানা গেছে, সাতপাখি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ডাকাত মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আকাশকে গ্রেফতার করে হাতকড়া পড়ালে তার সাথে থাকা সালাউদ্দিন নামের এক সহযোগী ২০-২৫ জন নারী পুরুষ নিয়ে পুলিশের উপর হামলা চালায়। হামলায় এস আই ইউনুসের মাথা ফেটে যায় এবং ডান হাত মারাত্মক জখম হয়। এ সময় দুইজন কনস্টেবলকে কিল-ঘুষিতে নীলাফুলা যখম করা হয়। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
ইকুরিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাসির উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ সদস্যের উপর হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা করা হলেও আমাদের সদস্যরা জীবন বাজি রেখে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আহত এসআই ইউনুসের মাথায় চারটি সেলাই পড়েছে। অপর দুই কনস্টেবল কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এই ঘটনায় পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
এন/টি #
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।