অপরাধ

কেরানীগঞ্জে আবারও র‍্যাব পরিচয়ে ব্যবসায়ীর টাকা লুট,মামলা নেয়নি থানা পুলিশ

  প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:৫৬:৩২ প্রিন্ট সংস্করণ

0Shares
1736843386.money

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে র‍্যাব পরিচয়ে অর্ধ কোটি টাকা লুটের ঘটনার চার দিনের মাথায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। এবার হোসেন আলী নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ২২ লক্ষ টাকা ছিনিয়ে নেয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী হোসেন আলী সোমবার (১৭ ফেব্রুয়ারি ) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় দিকে দক্ষিণ কেরানীগঞ্জের নাজিরেরবাগ এলাকায় র‍্যাব পরিচয়ে এই টাকা লুটের ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, হোসেন আলী ব্যবসায়িক ২২ লক্ষ টাকা নিয়ে কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর থেকে নিজ বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর এলাকায় যাওয়ার জন্য সিএনজি যোগে মোল্লা বাজার যাওয়ার পথে নাজিরের বাগ এলাকায় র‍্যাব পরিচয়ে ৬/৭ জনের একটি দল গাড়ির গতিরোধ করে। এরপর তাকে নারী নির্যাতন মামলার আসামি উল্লেখ করে জোরপূর্বক হাতে হ্যান্ডকাফ পরিয়ে মাইক্রোবাসে তুলে ফেলে। পরবর্তীতে গাড়িতে তুলে চোখ বেঁধে বিভিন্ন স্থানে ঘোরানোর পর টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে তাকে ঢাকা মাওয়া হাইওয়ের তেঘরিয়া এলাকায় ফেলে রেখে চলে যায়। ঘটনার সময় তাদের প্রত্যেকের গায়ে র‍্যাব লেখা জ্যাকেট হাতে ওয়াকিটকি এবং গাড়িতে র‍্যাবের স্টিকার লাগানো ছিল।

এর আগে গত ১৩ই ফেব্রুয়ারি একই ধরনের ঘটনায় রাসেল মিয়া নামে এক সৌদি প্রবাসীর কাছ থেকে স্বর্ণ বিক্রির ৪৭ লক্ষ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করার পর চারদিন পার হলেও কোনো আসামি গ্রেফতার হয়নি। এমনকি এ ঘটনায় থানায় কোন মামলা পর্যন্ত নেয়া হয়নি।

এ প্রসঙ্গে ভুক্তভোগী রাসেল মিয়া জানান, ২৪ বছর সৌদি আরবে ছিলাম। গত দেড় মাস আগে দেশে ফিরে নতুন বাড়ি তৈরির কাজ শুরু করি। এতে আমার টাকার প্রয়োজন হলে এত বছরে স্ত্রীর জন্য পাঠানো সমস্ত স্বর্ণের গয়না বিক্রি করে ৪৭ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে সিএনজিযোগে যাওয়ার সময় সমস্ত টাকা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় আমি থানায় অভিযোগ করেছি তবে পুলিশ এখনো পর্যন্ত কোন মামলা দায়ের করেনি। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি, পরিবার-পরিজন নিয়ে পথে বসার উপক্রম হয়েছে।

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, প্রবাসীর টাকা লুটের ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলমান রয়েছে। পুলিশ বেশ কিছু সূত্র ধরে তদন্ত কার্যক্রম চালাচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়াও আরো একটি ব্যবসায়ীর কাছ থেকে টাকা লুটের ঘটনা ঘটেছে। এ সকল ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য টহল জোরদার করা হয়েছে। আশা করছি খুব দ্রুতই আসামিরা গ্রেফতার হবে।

এন/টি #

0Shares

আরও খবর

Sponsered content