প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:০৬:৫৬ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক: ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া ও সারাদেশে হত্যা গুম ধর্ষণ সহ আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তোপখানা রোড এলাকায় জটিকা মিছিল ও জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল হাসান সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ধানমন্ডি শুধু আওয়ামী লীগের নয় সারা দেশের মানুষের অস্তিত্বের জায়গা।৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১ এর মুক্তিযুদ্ধের সহ অনেক স্মৃতি বিজড়িত এই ধানমন্ডি ৩২। ধানমন্ডি ভেঙে বঙ্গবন্ধুর চেতনা ধ্বংস করা যাবে না। বঙ্গবন্ধু সকলের হৃদয়ে আছে এবং যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাঙালি জাতি মনে রাখবে।
ঝটিকা মিছিলে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
এন/টি #