অপরাধ

কেরানীগঞ্জে র‍্যাব পরিচয়ে ব্যবসায়ীর অর্ধ কোটি টাকা লুট 

  প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:১৪:০৯ প্রিন্ট সংস্করণ

0Shares
Images (7)

নিউজ ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জে র‍্যাব পরিচয়ে মোঃ রাসেল আহম্মেদ (৪৬) নামের এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা লুটে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুক্রবার (১৪ ফেব্রুয়ারি ) সকালে ভুক্তভোগী রাসেল দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঢাকা মাওয়া মহাসড়কের তেঘরিয়া আন্ডার পাসের নিচে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, রাসেল ও তার ফুফাতো ভাই বিশেষ প্রয়োজনে স্ত্রীর ৩৮ ভরি স্বর্ণালঙ্কার বিক্রি করে নগদ ৪৭লক্ষ৫০ হাজার টাকা নিয়ে রাজধানীর তাতিবাজার থেকে কেরানীগঞ্জ এসে কদমতলী গোলচত্বর থেকে সিএনজি যোগে আব্দুল্লাহপুর হয়ে নিজবাড়ী সোনাকান্দা যাওয়ার জন্য রওনা হয়। পথিমধ্যে তেঘরিয়া আন্ডারপাসের এখানে পৌছালে ৬/৭ জন অজ্ঞাত লোক র‍্যাব পরিচয়ে সিএনজির গতি রোধ করে তাদের দুই ভাইকে নামিয়ে হাতে হ্যান্ডকাফ পরিয়ে একটি মাইক্রোবাসে তুলে নেয়। পরবর্তীতে চোখে কাপড় বেঁধে মারধর করে ও পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগ মোবাইল মানিব্যাগ ও পকেটে থাকা সমস্ত টাকা-পয়সা সব মিলিয়ে প্রায় অর্ধ কোটি টাকা লুটে নিয়ে হ্যান্ডকাফ ও চোখের বাঁধন খুলে ঢাকা মাওয়া হাইওয়েতে নির্জন জায়গায় ফেলে রেখে পালিয়ে যায়।

ভুক্তভোগী রাসেল মিয়া জানান, এত টাকা নিয়ে চলাচল করার সময় ভয়ে আমি রিজার্ভ সিএনজি ভাড়া করি নাই। তিনজন যাত্রীর সাথে আমিও আমার ফুফাতো ভাই কদমতলী থেকে আব্দুল্লাহপুরের সিএনজিতে উঠেছিলাম। আমাদের সিএনজি থেকে তুলে নেওয়ার সময় র‍্যাব পরিচয় দেয়ায় সিএনজির অন্ন্যান্য যাত্রীরা ভয়ে কোন কথা বলে নাই। সিএনজি থেকে তুলে আমার চোখ বাধার আগে আমি তাদের মুখ দেখেছি, পরবর্তীতে দেখলে তাদের চিনতে পারবো। তাদের বয়স ৩৫ থেকে ৫০ এর মধ্যে এবং একজনের মুখে দাঁড়ি আছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অভিযোগ নেয়া হয়েছে। পুলিশ ও র‍্যাব যৌথভাবে এ ঘটনায় কাজ করছে। আশা করি অপরাধীরা দ্রুতই ধরা পড়বে।

 

এন/টি #

0Shares

আরও খবর

Sponsered content