জেলার সংবাদ

কেরানীগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:২৬:৩৪ প্রিন্ট সংস্করণ

0Shares
Img 20250203 Wa0026

নিউজ ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি সুষ্ঠু ও সূচারুরূপে সম্পন্নের লক্ষে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি ) বিকেলে কেরানীগঞ্জ উপজেলা সভাকক্ষে ভোটার তালিকা হালনাগাদ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়ার সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সুমন মিয়ার সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় কোনভাবেই যেন অবৈধ,রোহিঙ্গা ও বহিরাগত অনুপ্রবেশকারী ব্যক্তি ভোটার হতে পারবে না এই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় সভাপতি তার বক্তব্যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করার জন্য সকলকে অনুরোধ করেন।

Img 20250203 Wa0015

সভা শেষে উপজেলা নির্বাহী বলেন, সারা দেশের ন্যায় কেরানীগঞ্জ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি চলছে । এবারে ভোটার তালিকা হবে নির্ভূল, স্বচ্ছ ও সর্বজন গৃহীত একটি তালিকা।একটি নির্বাচন আয়োজনে সঠিক ভোটার তালিকার কোন বিকল্প নেই। তাই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তথ্য হালনাগাদ করে ভোটার তালিকা প্রস্ততকরণ আমাদের পবিত্র দায়িত্ব। আমরা সকলে সঠিকভাবে আমাদের উপর অর্পিত দায়িত্বটুকু পালন করলেই একটি স্বচ্ছ নিরপেক্ষ বৈষম্যহীন ভোটার তালিকা তৈরি করা সম্ভব।

সভায় উপজেলা ভোটার তালিকা হালনাগাদ কমিটি সকল সদস্যবৃন্দ,ছাত্র জনতা,সুশীল সমাজের প্রতিনিধি ও ফিল্ড সুপারভাইজারগন উপস্থিত ছিলেন।

এন/টি #

0Shares

আরও খবর

Sponsered content