নিউজ ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত পরিবারদের নিয়মিত খোঁজ খবর রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি আহত ইয়ামিনের বাবা নীরব শেখের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে গিয়েছেন।
এ সময় উপজেলা নির্বাহীকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন নীরব শেখ।রিনাত ফৌজিয়া তাঁকে ও তার পরিবারকে ধৈর্য ধারণ করতে বলেন এবং সবসময় পাশে থাকার আশ্বাস দেন।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী রিনাত ফৌজিয়া বলেন, জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসার ব্যবস্থা সরকার নিয়েছে তবে তাদের পরিবারের খোঁজখবরও রাখাও আমাদের নৈতিক দায়িত্ব। এ সকল সাধারণ ছাত্রছাত্রীদের জন্যই আমরা নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি।
পরে তিনি ইয়ামিন এর বাবার হার্টের বাল্ব প্রতিস্থাপনের জন্য আর্থিক অনুদান প্রদান করেন।
এন/টি #
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।