জেলার সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে আহত পরিবারের পাশে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী 

  প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৫ , ২:৫২:০২ প্রিন্ট সংস্করণ

0Shares
Img 20250131 Wa0005

নিউজ ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত পরিবারদের নিয়মিত খোঁজ খবর রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি আহত ইয়ামিনের বাবা নীরব শেখের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে গিয়েছেন।

এ সময় উপজেলা নির্বাহীকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন নীরব শেখ।রিনাত ফৌজিয়া তাঁকে ও তার পরিবারকে ধৈর্য ধারণ করতে বলেন এবং সবসময় পাশে থাকার আশ্বাস দেন।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী রিনাত ফৌজিয়া বলেন, জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসার ব্যবস্থা সরকার নিয়েছে তবে তাদের পরিবারের খোঁজখবরও রাখাও আমাদের নৈতিক দায়িত্ব। এ সকল সাধারণ ছাত্রছাত্রীদের জন্যই আমরা নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি।

পরে তিনি ইয়ামিন এর বাবার হার্টের বাল্ব প্রতিস্থাপনের জন্য আর্থিক অনুদান প্রদান করেন।

 

এন/টি #

 

 

0Shares

আরও খবর

Sponsered content