আইন-আদালত

ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাকু গ্রেফতার

  প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৫ , ১১:১২:০৪ প্রিন্ট সংস্করণ

20250131 111112

নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে নিরস্ত্র ছাত্রদের উপর হামলাকারী ও হত্যা মামলার আসামি ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকুকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাইতুল মোকাররম এলাকা থেকে পল্টন থানা পুলিশের সহযোগিতায় কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পল্টন থানার ইন্সপেক্টর তদন্ত মনিরুজ্জামান শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাব আল হাসান জানান, মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে কেরানীগঞ্জ দক্ষিণ ও মডেল থানায় একাধিক মামলা রয়েছে। আপাতত তাকে বিস্ফোরক আইনের একটি মামলায় রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে।

এন/টি#

 

আরও খবর

Sponsered content