অপরাধ

বুড়িগঙ্গার তীর থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার 

  প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২৫ , ১২:৫৩:৩৫ প্রিন্ট সংস্করণ

Images (42)

নিউজ ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জে গলাকাটা অবস্থায় অজ্ঞাত পরিচয় (৩২) এক যুবকের লাশ উদ্ধার করেছে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ।

বুধবার (২২ জানুয়ারি) রাত আটটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেলঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম জানান,স্থানীয় লোকজন লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এন/টি#

আরও খবর

Sponsered content