অপরাধ

কেরানীগঞ্জে যুবকের লাশ উদ্ধার,দু চোখ উপড়ে ফেলে হত্যা

  প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৫ , ৩:৪১:৪৪ প্রিন্ট সংস্করণ

0Shares
Images (42)

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর বেড়িবাঁধ থেকে সাইদুল (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। নিহত সাইদুল কেরানীগঞ্জ মডেল থানাধীন আমিরাবাদ এলাকার মহিবুল্লাহ মুহিবের ছেলে। সে রাজধানীর চকবাজার এলাকায় সুতার দোকানের কর্মচারী ছিল।

সোমবার (১৩ জানুয়ারি ) সকাল সাড়ে সাতটায় কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী পটকাজোড় এলাকায় বুড়িগঙ্গা নদী সংলগ্ন টিনের মসজিদের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের ফুফাতো ভাই পারভেজ জানান, গতকাল সকালে সাইদুল কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। আমরা অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে আজ সকালে থানায় সাধারণ ডায়েরি করতে গেলে পুলিশ আমার ফুপুকে একটি লাশ উদ্ধারের ছবি দেখায়। পরবর্তীতে এটি সাইদুলের লাশ হিসেবে শনাক্ত করি। আমার ভাইকে দুই চোখ উপড়ে ফেলে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা এই হত্যার বিচার চাই।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাব আল হাসান জানান, এলাকাসবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি একটি স্পষ্ট হত্যাকান্ড। কারা কি কারনে হত্যাকাণ্ড সংঘটিত করেছে বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

0Shares

আরও খবর

Sponsered content