অপরাধ

কেরানীগঞ্জে গৃহস্থালি ময়লার টাকা তোলা নিয়ে মারামারি,নিহত ১

  প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৫ , ৬:০৩:৩৯ প্রিন্ট সংস্করণ

0Shares
Oplus 0
oplus_0

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে গৃহস্থালি ময়লার টাকা তোলা নিয়ে বাক-বিতণ্ডা ও হাতাহাতির ঘটনায় মোঃ জাকির আলী (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত জাকির দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া পূর্বপাড়া এলাকার সুরত আলী মিয়ার ছেলে। এই ঘটনায় ইমরান নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত জাকির আলীর ভাতিজা হৃদয় জানান, শুক্রবার জুম্মার নামাজ শেষে চাচা বাসার গেটের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় এক লোক এসে চাচার কাছে গত মাসের গৃহস্থালির ময়লা ফেলার টাকা চায়। চাচা বলে গত মাসের টাকা দিয়ে দিছি কিন্তু তোমরা তো ঠিক মতন ময়লা ফেলো না এই নিয়ে চাচার সাথে একটু বাকবিতণ্ড হয়। এ সময় উত্তেজিত হয়ে ওই লোকটি চাচাকে মারধর শুরু করে।এতে আমার চাচার নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে মারাত্মক আহত হয়। পরে তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, ময়লার টাকা নিয়ে ঝগড়াঝাঁটি হলে সেখানে মারামারি হয়েছে। শুনেছি এ ঘটনায় একজন নাকি মারা গেছে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য জন্য মিটফোর্ড হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। মারামারির ঘটনায় স্থানীয় জনতা একজনকে আটকে রেখেছিল,পড়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় হেফাজতে নিয়ে এসেছে। বিষয়টি এখন তদন্তনাধীন আছে,বিস্তারিত পরে জানাতে পারব।

এন/টি#

 

0Shares

আরও খবর

Sponsered content