অপরাধ

শেরপুরে বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত

  প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২৪ , ১:৩৬:৪৬ প্রিন্ট সংস্করণ

Videocapture 20241229 133051

নিউজ ডেস্ক: শেরপুরে ভাতশালা জোড়া পাম্প নামক এলাকায় একটি যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত আরো এক যাত্রীকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনের। রবিবার ২৮ ডিসেম্বর দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, শেরপুর সদরের তারাকান্দি থেকে ৫ জন যাত্রি নিয়ে সিএনজিটি শেরপুরের দিকে আসতেছিলো। পথিমধ্যেই রৌমারি থেকে ছেড়ে আসা রিফাত পরিবহনটি ওই সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলেই ৫জন ও হাসপাতালে একজন মারা যায়। পরে পুলিশ ও ফায়ারসার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। তাৎক্ষণিক দুর্ঘনায় মৃত্যুবরণকারীদের  নাম ঠিকানা পাওয়া যায়নি।

#এন/টি

আরও খবর

Sponsered content