প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৪:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৪, ২:০৪ অপরাহ্ণ
পিন্ডির থেকে স্বাধীনতা ছিনিয়ে এনে দিল্লি কাছে মাথানত করব না: রুহুল কবির রিজভী
নিউজ ডেস্ক: বাঙ্গালী জাতি পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনে দিল্লি কাছে মাথানত করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার(১১ ডিসেম্বর ) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তায় থানা বিএনপি আয়োজিত ভারতীয় পন্য বর্জন বিষয়ক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ইসকন থেকে বহিষ্কৃত চিন্ময় দাস কে গ্রেফতার করার ভারত সরকারের ঘুম হারাম হয়ে গেছে। অথচ বাংলাদেশে যখন বিএনপি'র হিন্দু নেতাদের উপর বিগত ফ্যাসেজ সরকার হামলা মামলা করেছিল তখন তারা কোন প্রতিবাদ তো দূরের কথা একটি বিবৃতি পর্যন্ত দেয়নি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন হরতালের দিন বিশ্বজিৎ দাসকে হত্যা করল তখন তিনি বারবার বলেছেন আমি হিন্দু আমি হিন্দু। তখন কোথায় ছিল ভারত, তারা তো কোন প্রতিবাদ করেনি। আওয়ামী লীগ করলে সাত খুন মাফ, আওয়ামী লীগ কোন হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করলে সমস্যা নেই। এই নীতি থেকে বেরিয়ে আসুন।
তিনি মোদি সরকারকে হুঁশিয়ার দিয়ে বলেন, আপনি আপনার মিডিয়াকে কাজে লাগিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারবেন না। আমরা একে অপরের আনন্দ-বেদনা, সুখে-দুঃখে,পূজা-পার্বণ একসাথে পালন করে থাকি।
এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এডভোকেট নিপুন রায় চৌধুরী বলেন, ভারত সরকার বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করুক। সেটা না করে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক করলে বাংলার জনগণ তা মেনে নিবে না।
সমাবেশের শেষ অংশে ১০০ টাকার বিনিময়ে উপস্থিত জনসাধারণের মাঝে দেশীয় শাড়ি বিক্রয় করা হয়।
দেশীয় পণ্য কিনে হও ধন্য প্রতিপাদ্যে আয়োজিত সমাবেশে যুবদলের সাবেক কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডঃ জাহাঙ্গীর হোসেন, দক্ষিন কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি সোহেল রানা সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
#এন/টি
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।
All Copyright Reserved © newstoday24live.com - 2023