জাতীয়

কেরানীগঞ্জে বহুতল ভবনে পোশাক কারখানায় আগুন 

  প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৪ , ১২:৪৪:০৬ প্রিন্ট সংস্করণ

0Shares
Img 20241126 Wa0003

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে চরকালিগঞ্জ এলাকায় একটি পোশাক তৈরির কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও কারখানায় রক্ষিত লক্ষাধিক টাকার মালামাল ও মেশিনারীজ পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর ) সকাল সাড়ে ছয়টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চরকালিগঞ্জ তেলঘাট এলাকার সৌদিয়া টাওয়ারের ষষ্ঠ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ কাজল মিয়া জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কাপড়ের কারখানা হওয়ায় অতিরিক্ত ধোঁয়ার ও ভবনের নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ধারনা করা হলেও তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

 

#এন/টি

0Shares

আরও খবর

Sponsered content