জাতীয়

ঘূর্ণিঝড় “দানা”র প্রভাবে রাজধানীর আশপাশের এলাকায় বৃষ্টি শুরু

  প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২৪ , ৩:৫৮:২১ প্রিন্ট সংস্করণ

0Shares
Oplus 131072
Oplus_131072

নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় “দানা”র প্রভাবে বৃহস্পতিবার দুপুর থেকেই রাজধানীর আশপাশের এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। তবে বাংলাদেশের সমতলে ঘূর্ণিঝড়টি প্রবেশ করার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

ঘূর্ণিঝড়টির কারণে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, বারিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপকূলীয় নদীতে জোয়ারের উচ্চতা বাড়তে পারে।এ পরিস্থিতিতে দেশের সকল সমুদ্রবন্দরকে স্থানীয় সতর্ক সংকেত ০৩ (তিন) নম্বর দেখিয়ে যেতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় ‘দানা’ বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিমি এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিমি, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আজ দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৭০ কিমি দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৩৫ কিমি দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৪৩৫ কিমি দক্ষিণ- দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৩৫ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং আজ মধ্যরাত নাগাদ পুরী ও সাগর দ্বীপের মাঝখান দিয়ে ভারতের উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করেত পারে।

#এন/টি

0Shares

আরও খবর

Sponsered content