নিউজ ডেস্ক: গত ৬ অক্টোবর রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে অপহরণ হওয়া নাজমুল ইসলাম রেজওয়ান (১৩) নামের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। নিহত রেজওয়ান রাজধানীর হাজারীবাগ ট্যানারি মোড় ২৬/২ তল্লাবাগ এলাকার মোহাম্মদ কালামের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। এ ঘটনায় মিলন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার দিবাগত রাত দুইটার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন শান্তা নরন্ডি হাউজিং এর ৭ নম্বর রোডের মাথায় টিনের মসজিদের পাশে কাশবানের ভিতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদ কালাম পেশায় একজন ঠিকাদার। মিলনের সাথে কালাম মিয়ার ব্যবসা নিয়ে দ্বন্দ্ব ছিল। এরই জেরে মিলন কালাম মিয়ার স্কুল পড়ুয়া ছেলে রেজওয়ান কে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। মুক্তিপনের টাকা না পেয়ে সে শ্বাসরোধে রেজওয়ানকে হত্যা করে লাশ কাশবনের ভেতরে রেখে পালিয়ে যায়।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই হুমায়ুন কবির জানান, রেজওয়ান অপহরণের পর তার পরিবারের লোকজন হাজারীবাগ থানায় একটি নিখোঁজ ডায়েরি করে এবং অভিযুক্ত আসামি মিলনকে সন্দেহভাজন করে থানা পুলিশে সোপর্দ করে। পরে মিলনের তথ্য অনুযায়ী নরুন্দি হাউজিংয়ের ভেতর থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।
এছাড়াও একই রাত তিনটার দিকে কলাতিয়া বেলনা ইকো রিসোর্টের পাশ থেকে রকি (২১) নামে এক অটো রিক্সাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মডেল থানা পুলিশ। ধারণা করা হচ্ছে অটোরিকশাটি ছিনতাই করতে চালককে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা। কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে হাসপাতালের জন্য পাঠানো হয়েছে । এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
#এন/টি
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।